হোম > সারা দেশ > ফরিদপুর

বকেয়া পাওনার দাবিতে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

বকেয়া পাওনার দাবিতে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে ও আব্দুল হাই কাজলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সৈয়দ এটিএম মাসউদ, সুরঞ্জন বাড়ৈ, সাবেক শ্রমিক নেতা মো. জহুরুল হক, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. রফিকউদ্দিন মোল্যা মো. সিরাজুল ইসলাম ও মোছা. জোহরা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, ফরিদপুর চিনিকলের ৩২১ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরি কমিশন, মজুরি ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। অবসরের ৬-৭ বছর হলেও পাওনা টাকা পাওয়া যাচ্ছে না। পাওনা টাকা না পাওয়ার কারণে ৩২১টি পরিবার মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা বলেন, ‘মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩২১টি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।’পাওনার দাবিতে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে আরও দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর চিনি শিল্প ভবন ও শিল্প

মন্ত্রণালয় প্রাঙ্গণে বিক্ষোভ মহাসমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং ৭ সেপ্টেম্বর চিনি শিল্প ভবন ও শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে অবস্থান গ্রহণ ও প্রতীকী অনশন। 

মধুখালী রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করা হয়। 

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল