হোম > সারা দেশ > ঢাকা

ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট ব্যবস্থা থাকলে পুরস্কার দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট ব্যবস্থা থাকলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যারা ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাবেন তাঁদের জন্য ডিএনসিসির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করব। এর জন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি, তবে আপনাদের এগিয়ে আসতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘পয়োবর্জ্য ব্যবস্থাপনায় হাউজিং সোসাইটির ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় ডিএনসিসির মেয়র এসব কথা বলেন। এতে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির নেতারা অংশ নেন। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘খালগুলো উদ্ধার করতে গিয়ে দেখেছি খালে ও লেকে আবাসিক ভবনের স্যুয়ারেজ লাইন। আমরা জেনে, না জেনে লেক ও খালগুলোতে লাইন দিয়ে দিচ্ছি। সিটি করপোরেশনের সাধারণ ড্রেনে, অনেকে স্যুয়ারেজ লাইন দিয়ে দিয়েছে। আরেকটা আছে স্যুয়ারেজ ড্রেন, কিন্তু এই লাইনের বর্জ্য কই যাচ্ছে, সেটা আমরা জানি না। ওয়াসা যে পানির লাইনের জন্য বিল নিচ্ছে, তার দ্বিগুণ বিল নিচ্ছে স্যুয়ারেজ লাইনের জন্য। স্যুয়ারেজ বিল দিয়ে একবারও কি জিজ্ঞেস করছি, যে স্যুয়ারেজ লাইন ই যাচ্ছে। স্যুয়ারেজের ওই পানি গুলশান বনানীর লেকে দিয়ে দেওয়া হচ্ছে।’ 

যারা লেকে স্যুয়ারেজ লাইন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘আমরা অনেক সময় দিয়েছি। যাদের বাসার স্যুয়ারেজ লাইন লেকে আছে, তা বিচ্ছিন্ন করেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে অভিজাত এলাকাগুলোতে গিয়ে আমরা অভিযান চালাব। যাদের বাসায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট ব্যবস্থা থাকবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা ক্লিয়ার মেসেজ দিতে চাই। যাঁরা ভবনে সেপটিক ট্যাংক বসাবেন, তাঁদের ওয়াসার স্যুয়ারেজ বিল দিতে হবে না। এ বিষয়ে ওয়াসার এমডির সঙ্গে কথা বলেছি। আমরা খাল ও লেক পরিষ্কার করব। আর সেখানে মাছের চাষ না হয়ে মশা চাষ হবে। এটা তো হতে পারে না।’ 

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘আরামে থাকতে নিজেরা যদি পাম্প বসাতে পারি, জেনারেটর বসাতে পারি, ঘরে এসি লাগাতে পারি। অথচ আপনার পয়োবর্জ্য শহর নোংরা করবে, সেটি আপনি দেখবেন না, তা তো হতে পারে না। আপনি ঠান্ডায় থাকবেন ভালো কথা, আপনার বর্জ্য যদি খালে ফেলে দেন, লেকে ফেলে দেন তাহলে আপনি ঠান্ডায় থাকতে পারবেন না। আপনার মাথা আমরা গরম করে দেব। অভিজাত এলাকা দিয়ে শুরু করতে চাই। পরে মিরপুর ও মোহাম্মদপুর ধরব।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার