হোম > সারা দেশ > ঢাকা

১৫ দিনে দ্বিগুণ করার প্রলোভনে ৫০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্টারনেটভিত্তিক মোবাইল অ্যাপস দিয়ে জালিয়াতি করে ৫ লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনাকারী চক্রের হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আবুল হোসেন পুলক, মাহাদী হাসান, মিজানুর রহমান, মাহি উদ্দিন জামিল, সাইফুল ইসলাম, কভেজ আলী, শাহানুর।

আজ রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

সিআইডি বলছে, ডেসটিনি থেকে অনুপ্রাণিত হয়ে সাবেক দুই কর্মকর্তা মিলে আবারও একইভাবে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। এবার তাঁদের টার্গেট ছিল কম শিক্ষিত গ্রামের নারীরা।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, প্রতারণার অংশ হিসেবে প্রথমে ভুক্তভোগীদের ১ হাজার ৮৫০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো হয়। এরপর ভুক্তভোগীরা যে টাকা জমা রাখবে, দুই মাস পর তার দ্বিগুণ হবে বলে বেশি বেশি টাকা জমা রাখেন। এর মধ্যে যদি নতুন গ্রাহক এনে দেওয়া যায়, তাঁর থেকে শতকরা ৫০ শতাংশ লাভও পাবেন। যে গ্রাহক যত টাকা জমা দিতে পারবেন, সে অনুযায়ী তাঁদের র‍্যাঙ্ক দেওয়া হয়। র‍্যাঙ্ক অনুযায়ী বিদেশে ভ্রমণ, গাড়ি, দামি উপহারও পেয়ে থাকেন। 

সিআইডির এই কর্মকর্তা বলেন, মানুষকে প্রলোভনে ফেলানোর জন্য তাঁরা মাঝে মাঝেই লাখ লাখ টাকা দিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। সিআইডি সবাইকে পরামর্শ দিচ্ছে দুই মাসে টাকা দ্বিগুণ করা সম্ভব নয়। আপনারা কেউ এই ফাঁদে পা দেবেন না।

ঢাকায় ঘন কুয়াশা, ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম-কলকাতায়-ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের