হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে টিকটক হৃদয় গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে বর্তমানে আলোচিত আন্তর্জাতিক নারী পাচারকারী রিফাদুল ইসলাম হৃদয় গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত শনিবার (৫ জুন) সন্ধ্যায় র‍্যাব–১১ এর এএসপি সম্রাট তালুকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত শুক্রবার রাতে (৪ জুন) উপজেলার শিমরাইল মোড়স্থ সেন্টমার্টিন পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল সরকার ওরফে রাহুল (৩২) ও তার স্ত্রী সোনিয়া (২৫)। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য এবং তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করে। উক্ত পাচারকারী চক্রের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দী করে রাখত। বিদেশে অবস্থানকালীন সময়ে এই সকল তরুণীদের কোন অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেল তথা বাইরে যেতে দেওয়া হতো না। তরুণীরা স্বেচ্ছায় এ সকল অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হলে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হতো। 

তারা আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটককৃতদের সঙ্গে রিফাদুল ইসলাম হৃদয়ের সরাসরি যোগাযোগের কথা জানা গেছে। এই মানব পাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবৎ র‍্যাব-১১ বিশেষ গোয়েন্দা নজরদারি চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে। উল্লেখিত দুজন ঢাকার হাতিরঝিল থানার মানবপাচার মামলায় এজাহারভুক্ত আসামি। 

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের