হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে টিকটক হৃদয় গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে বর্তমানে আলোচিত আন্তর্জাতিক নারী পাচারকারী রিফাদুল ইসলাম হৃদয় গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত শনিবার (৫ জুন) সন্ধ্যায় র‍্যাব–১১ এর এএসপি সম্রাট তালুকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত শুক্রবার রাতে (৪ জুন) উপজেলার শিমরাইল মোড়স্থ সেন্টমার্টিন পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল সরকার ওরফে রাহুল (৩২) ও তার স্ত্রী সোনিয়া (২৫)। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য এবং তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করে। উক্ত পাচারকারী চক্রের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দী করে রাখত। বিদেশে অবস্থানকালীন সময়ে এই সকল তরুণীদের কোন অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেল তথা বাইরে যেতে দেওয়া হতো না। তরুণীরা স্বেচ্ছায় এ সকল অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হলে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হতো। 

তারা আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটককৃতদের সঙ্গে রিফাদুল ইসলাম হৃদয়ের সরাসরি যোগাযোগের কথা জানা গেছে। এই মানব পাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবৎ র‍্যাব-১১ বিশেষ গোয়েন্দা নজরদারি চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে। উল্লেখিত দুজন ঢাকার হাতিরঝিল থানার মানবপাচার মামলায় এজাহারভুক্ত আসামি। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ