হোম > সারা দেশ > ঢাকা

‘করাপশন ইন মিডিয়ায়’ অপপ্রচার বন্ধের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘করাপশন ইন মিডিয়া’ নামের ফেসবুক পেজের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং সাংবাদিক জাওয়াদ নির্ঝরসহ নয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

লন্ডন থেকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর ওই পেজটি পরিচালনা করেন। সেখানে প্রচার করা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিডিও অপসারণ করতে বিটিআরসিতে করা আবেদন ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত। 

এই সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। 

সেলিম আজাদ বলেন, ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসানের ব্যক্তিগত কর্মকর্তা আশরাফুল বারী ওই রিট করেন। যাতে ১৮টি লিংক উল্লেখ করে এগুলো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়। গত ২০ ডিসেম্বর জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আশরাফুল বারী বিটিআরসির কাছে আবেদন করে ছিলেন বলে জানান তিনি। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল