হোম > সারা দেশ > ঢাকা

একদিনে ২৪২ ডেঙ্গু রোগী ভর্তি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই দুই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ২১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৪২ জন। যা আগেরদিন ছিল ২১৩ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২২১ জন। আর বাইরে ২১ জন। আগেরদিন ঢাকায় ভর্তি হয়েছিলেন ১৮৮ জন। ঢাকার বাইরে ২৫ জন। 

দেশে চলতি মাসের ১২ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৭৬ জন। আর গত জুলাই মাসে শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩১ জন, শিশু হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, বিএসএমএমইউতে ১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৫ হাজার ৪৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫১৬ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৮৯৬ জন। আর রাজধানীর ৪১টি সরকারি,বে-সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮২৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৭২ জন।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন