বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন এলাকায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২ জনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নব খাতুন। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে।
আজ শনিবার সকাল ৮টার দিকে জেলা সদরে ফেরার পথে বগা লেক-কেওক্রাডং সড়কের দার্জিলিংপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহিরা আফরিন আজকের পত্রিকাকে বলেন, ‘একটা ট্রাভেল গ্রুপের সঙ্গে কাজ করত জয়নব। সেখান থেকে বান্দরবান গিয়েছিল। সে যথেষ্ট ভদ্র, তীক্ষ্ণ মেধাবী এবং অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। বেঁচে থাকলে সে অনেক ভালো কিছু করত জয়নব, এ বিশ্বাস আমার। সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক।’
জয়নবের সঙ্গে বন্ধুত্ব ছিল প্রথম বর্ষের একই হলের তানিয়া আক্তার তাপসীর সঙ্গে। তাপসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কথা বলার অবস্থায় নেই বলে জানান। পরে মেসেজ দিয়ে তাপসী লিখেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম দিন থেকে আমরা একসঙ্গে। প্রোগ্রাম কিংবা যেকোনো উৎসবে একসঙ্গে চলছি। ওর মতো দায়িত্বশীল মানুষ খুব ছিল। বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করত। সংগঠন করতে গিয়েই ওর সম্ভাবনাময় প্রাণ ঝরে গেলো। আফসোস ছাড়া কিছু বলার শক্তি পাচ্ছি না। আল্লাহ জয়নব কে ভালো রাখুক এটাই দোয়া করি।’
গত বছর বইমেলাতে সে যেই প্যাভিলিয়নে ছিল সেখানে গিয়ে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছি। সব সময় হাসিখুশি ও প্রাণচাঞ্চল্যে থাকা সেই জয়নব আর আমাদের মাঝে নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তা’আলা যেন জয়নবকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। (আমিন)’