হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কাঁচপুরে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের এসব উচ্ছেদ অভিযান চালানো হয়। 

অভিযোগ রয়েছে, কাঁচপুর মোড়ে ফুটপাতে দোকানপাট বসিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্র প্রতি মাসে বিপুল পরিমাণ চাঁদা আদায় করছে। যে কারণে বারবার উচ্ছেদের পর পুনরায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকান পাট ও অবৈধ স্থাপনা গড়ে উঠে। 

অভিযানে মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা মুদির দোকান, স্টেশনারি, ফলের দোকান, ফ্লেক্সিলোডের দোকান, হোটেল ও কাঁচা বাজারসহ দুই শতাধিক বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে করে ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট মহাসড়কের পাশে হকারদের দখলকৃত লেনটি এখন যানচলাচলের পাশাপাশি পথচারীদের হাঁটার উপযোগী হয়ে উঠেছে। 

ক্ষুদ্র ব্যবসায়ী কামাল হোসেন ও বাবুল মিয়া জানান, উচ্ছেদের পর আবারও দোকান বসাতে হলে স্থানীয় চাঁদাবাজদের মোটা অঙ্কের চাঁদা দিয়ে তাঁদের দোকানপাট বসাতে হবে। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযানে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাঁচপুর যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা