হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় ৩/এ নম্বর রোডের একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলায় আসামি অজ্ঞতানামা দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

ভিকটিম কি আসামিকে চেনেন বা আসামির নাম বলেছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিকটিম আসলে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আসামির নাম বলতে পারেননি এখনো। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা বুঝতে পেরেছি ভিকটিম ও আসামি পূর্বপরিচিত বলে মনে হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।’

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে পারভেজ ইসলাম বলেন, ভিকটিম জানায় অভিযুক্ত ছেলেটির সঙ্গে তাঁর গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাঁকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজে দেখে দুজনকে আগে থেকে পরিচিত মনে হয়েছে। তাঁরা স্বাভাবিকভাবে ভবনে প্রবেশ করেছেন।

তিনি আরও বলেন, ‘ভিকটিম মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। আমরা তাঁর পরিবার মারফত জানতে পেরেছি তিনি বাসা থেকে রাগ করে গতকাল বের হয়ে এসেছিলেন।’ 

জানা গেছে, বাণিজ্যিক ৭ তলা ওই ভবনে একটি সুপার শপসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব