হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় ৩/এ নম্বর রোডের একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলায় আসামি অজ্ঞতানামা দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

ভিকটিম কি আসামিকে চেনেন বা আসামির নাম বলেছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিকটিম আসলে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আসামির নাম বলতে পারেননি এখনো। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা বুঝতে পেরেছি ভিকটিম ও আসামি পূর্বপরিচিত বলে মনে হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।’

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে পারভেজ ইসলাম বলেন, ভিকটিম জানায় অভিযুক্ত ছেলেটির সঙ্গে তাঁর গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাঁকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজে দেখে দুজনকে আগে থেকে পরিচিত মনে হয়েছে। তাঁরা স্বাভাবিকভাবে ভবনে প্রবেশ করেছেন।

তিনি আরও বলেন, ‘ভিকটিম মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। আমরা তাঁর পরিবার মারফত জানতে পেরেছি তিনি বাসা থেকে রাগ করে গতকাল বের হয়ে এসেছিলেন।’ 

জানা গেছে, বাণিজ্যিক ৭ তলা ওই ভবনে একটি সুপার শপসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট