হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

এক মাস শিকলে বাঁধা যুবক, ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুর অভিযোগ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা এক যুবকের ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুর অভিযোগ উঠেছে। নেশাগ্রস্ত ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন বাবা নিজেই। গতকাল শুক্রবার উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামে ঘরে বন্দী অবস্থাতেই ওই যুবকের মৃত্যু হয়। পরে ঘরের দরজা খুলে মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রেলওয়ে পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য মো. অহিদ মিয়া (৬০) তিনটি বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীর ছেলে অভি (২৫)। মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদের পর অভি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ক্রমে নেশাগ্রস্ত হয়ে পড়েন। নানা অভিযোগ আসতে থাকায় তাঁকে বারান্দার একটি কোঠরে শিকল দিয়ে বেঁধে রাখেন বাবা।

অভিযোগ উঠেছে, তৃতীয় স্ত্রী নারগীস বেগম (২৮) অভিকে ঠিকমতো খাবার দিতেন না। তাঁর চিকিৎসার ব্যবস্থা করেননি তাঁরা। দিনের পর দিন অভির ঘরের দরজাও খোলা হয়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভির বাবা অহিদ মিয়া বলেন, ‘অভির বিরুদ্ধে নানা অভিযোগে অতিষ্ঠ হয়ে তাকে তালাবদ্ধ করে রেখেছিলাম। ঠিকমতো খাবার না দেওয়ার অভিযোগ সত্যি না। তাকে আমরা একাধিকবার চিকিৎসাও করিয়েছি।’ 

বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে অভির মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ