হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

এক মাস শিকলে বাঁধা যুবক, ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুর অভিযোগ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা এক যুবকের ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুর অভিযোগ উঠেছে। নেশাগ্রস্ত ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন বাবা নিজেই। গতকাল শুক্রবার উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামে ঘরে বন্দী অবস্থাতেই ওই যুবকের মৃত্যু হয়। পরে ঘরের দরজা খুলে মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রেলওয়ে পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য মো. অহিদ মিয়া (৬০) তিনটি বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীর ছেলে অভি (২৫)। মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদের পর অভি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ক্রমে নেশাগ্রস্ত হয়ে পড়েন। নানা অভিযোগ আসতে থাকায় তাঁকে বারান্দার একটি কোঠরে শিকল দিয়ে বেঁধে রাখেন বাবা।

অভিযোগ উঠেছে, তৃতীয় স্ত্রী নারগীস বেগম (২৮) অভিকে ঠিকমতো খাবার দিতেন না। তাঁর চিকিৎসার ব্যবস্থা করেননি তাঁরা। দিনের পর দিন অভির ঘরের দরজাও খোলা হয়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভির বাবা অহিদ মিয়া বলেন, ‘অভির বিরুদ্ধে নানা অভিযোগে অতিষ্ঠ হয়ে তাকে তালাবদ্ধ করে রেখেছিলাম। ঠিকমতো খাবার না দেওয়ার অভিযোগ সত্যি না। তাকে আমরা একাধিকবার চিকিৎসাও করিয়েছি।’ 

বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে অভির মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট