হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পুলিশের বিরুদ্ধে তৈমুরের অভিযোগ 

রেজা করিম, নারায়ণগঞ্জ থেকে 

নির্বাচনে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। একই সঙ্গে ইভিএম নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। আজ রোববার সকালে ভোট দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এমন অভিযোগ করেন। সকাল সোয়া ৯টা পর্যন্ত তাঁর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

তৈমুর বলেন, বরাবরের মতোই পুলিশ আমার কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে। আমার কর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা অসৌজন্যমূলক আচরণ করছে। কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করছে। পুলিশের কাছে সহযোগিতা চাই। 

ইভিএম প্রসঙ্গে তৈমুর বলেন, মানুষ এখনো ইভিএমএ অভ্যস্ত হয়ে ওঠেনি। যে কারণে ভোটার উপস্থিতি কম। এটা আমার জন্য একটা শঙ্কার বিষয়। ইভিএম বিষয়ে ভোটারদের আরও প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। একটি কেন্দ্রে ইভিএম ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি। 

এদিকে কেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তৈমুর। তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলে ভোটের সার্বিক চিত্র ধরা পড়ত। কেউ অন্যায় কিছু করলে বা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করলে সেটা ধরা পড়ত ক্যামেরায়। 

রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোট দেওয়ার আগে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল, পরে তোলারাম সরকারি কলেজ, সরকারি কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তৈমুর। 

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ