হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের লাশ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ভাড়া বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারী হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ৩টার দিকে শহরের কাঠপট্টি এলাকার জুয়েল মিয়ার ভবনের তৃতীয় তলা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম—রিনা বেগম (৩৭)। তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। আটক ব্যক্তি হলেন—দুলাল মিয়া। তিনি নিহতের মামাতো ভাই। তিনিও একজন হোটেলশ্রমিক। 

হোটেলের কর্মচারী সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে রিনা বেগমের স্বামী মারা যায়। পরে ৫ বছর আগে দুই ছেলে নিয়ে ভৈরবে কাজের সন্ধানে যান। পরে দুলাল মিয়া তাঁর দুই ছেলেসহ রিনা বেগমের চাকরির ব্যবস্থা করে দেন। এরপর থেকে রিনা বেগম ও দুলাল এক সঙ্গে বসবাস শুরু করেন। 
 
পুলিশ ও স্থানীয়রা বলছে, দেড় মাস আগে তারা শহরের কাঠ বাজার জামে মসজিদ রোড এলাকায় জুয়েল মিয়ার বিল্ডিংয়ে তৃতীয় তলায় একটি ইউনিট ভাড়া নেন। দুই রুমের ইউনিটে ২ ছেলে ও মামাতো ভাই দুলাল মিয়াকে নিয়ে বসবাস শুরু করেন রিনা বেগম। এর আগেও তাঁরা বিভিন্ন জায়গায় একসঙ্গে বাসা ভাড়ায় থাকতেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুলাল মিয়ার মাধ্যমে স্থানীয়রা জানতে পারেন, বিল্ডিংয়ে রিনা বেগমের লাশ তাঁর শয়নকক্ষে পড়ে আছে। পরে এলাকাবাসী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে খবর দিলে তিনি পুলিশে খবর দেন। 

এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সাড়ে ১২টায় খবর পাই বাসায় অঘটন ঘটেছে। পরে বাসায় এসে দেখি আমার মায়ের মরদেহ পড়ে আছে।’ 
 
রিয়াজ আরও বলেন, ‘আমরা একই বাসায় থাকতাম। আমার মা দুলাল মামার সাথে থাকতেন। তবে, আমরা জানি আমার মাকে দুলাল মিয়া বিয়ে করেছে।’ 

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। এ ঘটনায় দুলাল মিয়াকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। এ ছাড়াও নিহত রিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ