হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক গ্রেপ্তার নিয়ে ঢাবি শিক্ষক সমিতির বিবৃতির নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন 

ঢাবি প্রতিনিধি

সাংবাদিক শামসুজ্জামান শামসের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার একাংশ। তারা বলছে, শিক্ষক সমিতি যে বিবৃতি দিয়েছে, তাতে তারা মেরুদণ্ডহীনতার পরিচয় দিয়েছে।

আজ শনিবার দুপুরে ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজীজ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতির নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাংবাদিক শামসুজ্জামান শামসের ‘আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের ঘটনায় ঢাবি শিক্ষক সমিতি গতকাল (শুক্রবার) প্রেসরিলিজ দেয়। সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ড. জিনাত হুদার স্বাক্ষরকৃত এই প্রেস রিলিজে উক্ত প্রতিবেদনকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হয়। সাংবাদিক গ্রেপ্তারকে সমর্থন করার মাধ্যমে শিক্ষক সমিতি মেরুদণ্ডহীনতার পরিচয় দিচ্ছে বলে মনে করে ছাত্র ইউনিয়ন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রথম আলোর সংবাদকে ‘রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টা’ আখ্যা দেওয়ায় শিক্ষক সমিতির সরকারের প্রতি নগ্ন চাটুকারিতার প্রকাশ পাচ্ছে। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এরূপ সরকারের প্রতি চাটুকারসুলভ আচরণ শুধু নিন্দাজনকই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত চরিত্রের পরিপন্থিও।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার