হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কার্টন ভর্তি ৪২ লাখ টাকা উদ্ধার, ডিসি অফিসের সার্ভেয়ার গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কার্টন ভর্তি ৪২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষের জন্য আনা এই অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার কাওসার আহমেদকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, গত ১০ জানুয়ারি টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।

জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র জানায়, ১০ জানুয়ারি রাত ১০টার দিকে কার্যালয়ের সামনে রাজস্ব সার্কেলের সাবেক কর্মচারী জাহিদুল ইসলাম সুমনের কাছে একটি কার্টন দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কার্টন খুলে ভেতরে প্রায় ৪২ লাখ টাকা পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসক মাহমুদুল হককে জানানো হলে তিনি টাকা ট্রেজারিতে জমা রাখেন এবং ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। ১৪ জানুয়ারি এই অর্থ লেনদেনের বিষয়ে দুদকে চিঠি দেন মাহমুদুল হক।

জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘জব্দতালিকা তৈরি করে দেখা যায়, কার্টনে থাকা ৪২ লাখ টাকার মধ্যে ১ হাজার টাকার ৩ হাজার ৭০০টি এবং ৫০০ টাকার ১ হাজারটি নোট রয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জব্দ হওয়া অর্থ দুর্নীতি-সংশ্লিষ্ট। এর সঙ্গে আরও ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। সে জন্য দুদকে চিঠি দেওয়া হয়।’ 

তিনি বলেন, এ ঘটনায় দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় মামলা করেছে। সেই মামলায় কাওসার আহমেদ ও জাহিদুল ইসলাম সুমনকে আসামি করা হয়েছে। আজ কাওসারকে গ্রেপ্তার করেছে দুদক। অপর আসামি জাহিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল