হোম > সারা দেশ > ঢাকা

২৫ তম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত

২৫ তম বিসিএস ফোরামের (সকল ক্যাডার) বিদ্যমান কার্যনির্বাহী কমিটিকে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ২০১৯-২০ মেয়াদের কমিটিকে পুনরায় নির্বাচিত করা হয়। 

এতে পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (প্রশাসন ক্যাডার) মো. কামরুল আহ্সান তালুকদারকে পুনরায় সভাপতি ও রাজশাহী বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (পোস্টাল ক্যাডার) শরীফ লতীফকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। ৩৫ সদস্যবিশিষ্ট কমিটির বাকি সদস্যদেরও দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত করা হয়। 

সাধারণ সভায় ২৫ তম বিসিএস ফোরামের গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংশোধন এবং সংযোজনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সিনিয়র সহকারী কমিশনার কামরুন্নাহার এবং উপসচিব ইসরাত জাহানের অকাল মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। 

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 
 
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হওয়া যেমন অত্যন্ত সম্মানের তেমনি তা অধিক দায়িত্বশীলতার। আমাদের ওপর আস্থা রাখায় আমি ২৫ তম বিসিএস ফোরামের (সকল ক্যাডার) সকল সম্মানিত সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই। ব্যাচমেটদের মধ্যে আন্তযোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিধি সম্প্রসারিত করে ২৫ তম বিসিএস ফোরামকে একটি সেবাধর্মী ও কল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।’ 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১