হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে যুবকের লাশ, পরিবারের দাবি আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের স্বজনেরা দাবি করেছেন তিনি বাড়িতে আত্মহত্যা করেছেন। তবে কারণ জানাতে পারেননি তাঁরা।

নিহত আমিনুরের (২৪) বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাঠালবাড়ি গ্রামে। বর্তমানে এ্যালিফেন্ট রোডের একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

আমিনুর আসাদ গেটে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডিপ্লোমা করত। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাত।

আমিনুরের ভাই মইনুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে খাওয়া দাওয়া শেষে আমিনুর নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার মা ময়না বেগম নিজের মোবাইল খুঁজতে আমিনুরের কক্ষে ঢোকেন। সেখানে গিয়ে দেখতে পান আমিনুর বারান্দায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ফাঁসির কারণ জানা যায়নি।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি বলেন, ‘গত রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করি। ছাত্রের স্বজনরা জানান, রাতে বাসায় গলায় ফাঁসি দেয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে ফাঁসির কারণ জানাতে পারে নাই স্বজনরা।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে