হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে যুবকের লাশ, পরিবারের দাবি আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের স্বজনেরা দাবি করেছেন তিনি বাড়িতে আত্মহত্যা করেছেন। তবে কারণ জানাতে পারেননি তাঁরা।

নিহত আমিনুরের (২৪) বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাঠালবাড়ি গ্রামে। বর্তমানে এ্যালিফেন্ট রোডের একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

আমিনুর আসাদ গেটে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডিপ্লোমা করত। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাত।

আমিনুরের ভাই মইনুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে খাওয়া দাওয়া শেষে আমিনুর নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার মা ময়না বেগম নিজের মোবাইল খুঁজতে আমিনুরের কক্ষে ঢোকেন। সেখানে গিয়ে দেখতে পান আমিনুর বারান্দায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ফাঁসির কারণ জানা যায়নি।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি বলেন, ‘গত রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করি। ছাত্রের স্বজনরা জানান, রাতে বাসায় গলায় ফাঁসি দেয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে ফাঁসির কারণ জানাতে পারে নাই স্বজনরা।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান