হোম > সারা দেশ > ঢাকা

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিবসহ ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সহকারী প্রেস সচিব ও গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক আশরাফ সিদ্দিকী বিটুসহ (৪৪) তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ নির্দেশ দেন।

এ ছাড়া অন্য যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার (৫৫) ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেছার আহম্মেদ (৩৩)।

গত শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে আশরাফ সিদ্দিকী বিটুকে আটক করে পুলিশ। অন্য দুজনকে অভিযান চালিয়ে রাজধানী থেকে আটক করা হয়। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রমনা থানার এসআই আমির হামজা তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পরে শুনানির তারিখ ধার্য করা হবে বলে জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে গত ৯ ফেব্রুয়ারি রমনা মডেল থানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল–সংলগ্ন পার্কের ভেতরে ষড়যন্ত্রমূলক সভা করছিলেন। এ সময় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। বাকি আসামিরা পালিয়ে যান। পরে পলাতক এই তিন আসামিকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক সভা করার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও পুলিশের আবেদনে উল্লেখ করা হয়।

ষড়যন্ত্রমূলক বৈঠক করার ঘটনায় গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ