হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় স্ত্রীর দাবি নিয়ে প্রকৌশলীর বাড়িতে এক নারী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রীর দাবি নিয়ে আহাদ মোল্লা নামের এক প্রকৌশলীর বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। স্ত্রীর স্বীকৃতি না পেলে এই বাড়িতে বসে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। আহাদ মোল্লা উপজেলার সিতাইকুন্ড গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকৌশলী।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে ওই নারী আহাদ মোল্লার বাড়ির উঠানে একটি গাছের নিচে অবস্থান নিয়েছেন। তিনি এলে এই বাড়ির লোকজন অন্যত্র চলে যায়।

ওই নারী বলেন, ‘দীর্ঘদিন প্রেম করার পর ২০২০ সালের ৯ ডিসেম্বর আমার সঙ্গে আহাদ মোল্লার বিয়ে হয়। বিয়ের পর আমরা স্বামী-স্ত্রী হিসেবে ঢাকায় বসবাস করতে থাকি। আমাদের বিয়ের খবর দুই পরিবারে জানাজানি হলে ২০২২ সালের ৯ ডিসেম্বর সামাজিকভাবে আমাদের আবার বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের কিছুদিন পর হঠাৎ করে আহাদ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আহাদ প্রায় এক বছর ধরে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে। আমি নিরুপায় হয়ে স্ত্রীর দাবি নিয়ে আহাদের বাড়িতে এসে উঠেছি। সে আমাকে স্ত্রীর মর্যাদা না দিলে আমি এ বাড়িতেই আত্মহত্যা করব।’

প্রকৌশলী আহাদ মোল্লার প্রতিবেশী নেয়ামুল ফকির ও খলিল শেখ বলেন, ‘প্রকৌশলী আহাদ মোল্লার সঙ্গে সামাজিকভাবে যে বিয়ে হয়েছে, তা আমরা সবাই জানি। বিয়ের পর আহাদ মোল্লা তাঁর স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। এখন তাঁদের মাঝে কী হয়েছে আমাদের জানা নেই।’

এ বিষয়ে জানার জন্য প্রকৌশলী আহাদ মোল্লার বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। ঢাকায় থাকা আহাদ মোল্লার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ