হোম > সারা দেশ > ঢাকা

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদেশের পরও রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আদেশের পর তিনি বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও এখন নতুন সিইসি আসায় তাঁর ওপর রুলটি জারি করা হয়েছে।’ 

গণসংহতি আন্দোলন নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। কিন্তু কমিশন তাদের নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানালে গণসংহতি আন্দোলনের পক্ষে দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। 

২০১৯ সালের ১১ এপ্রিল রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এরপর এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত বছরের ১০ অক্টোবর নির্বাচন কমিশনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের পরও কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই সিইসি কে এম নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার রুল জারি করলেন হাইকোর্ট। 

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার