হোম > সারা দেশ > ঢাকা

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদেশের পরও রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আদেশের পর তিনি বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও এখন নতুন সিইসি আসায় তাঁর ওপর রুলটি জারি করা হয়েছে।’ 

গণসংহতি আন্দোলন নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। কিন্তু কমিশন তাদের নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানালে গণসংহতি আন্দোলনের পক্ষে দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। 

২০১৯ সালের ১১ এপ্রিল রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এরপর এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত বছরের ১০ অক্টোবর নির্বাচন কমিশনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের পরও কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই সিইসি কে এম নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার রুল জারি করলেন হাইকোর্ট। 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১