হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার লোহাগাছ নামক স্থানে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনাটি ঘটে। এদিকে এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ভাওয়াল এক্সপ্রেস, কমিউটার ট্রেন ও তিস্তা এক্সপ্রেস। এতে এ চারটি ট্রেনের কয়েক হাজার যাত্রী এবং বিভিন্ন স্টেশনে ট্রেনগুলোর অপেক্ষায় থাকা হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। বেলা ১১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

দেওয়ানগঞ্জ এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেওয়ানগঞ্জগামী ট্রেনটি হঠাৎ করেই লোহাগাছ এলাকায় থেমে যায়। এতে করে যাত্রীরা দুর্ভোগে পড়ে। অনেক যাত্রী ট্রেন থেকে মেনে বিকল্প পথে যে যার স্থানে চলে গেছে। 

শ্রীপুর স্টেশনে গফরগাঁওয়ের দিকে যাওয়ার জন্য অপেক্ষা করা যাত্রী আব্দুল রহিম জানান, সকাল সাড়ে ৭টা থেকে শ্রীপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন। হঠাৎ জানতে পারেন ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। শ্রীপুর স্টেশনে ময়মনসিংহ, গফরগাঁও যাওয়ার জন্য শত শত যাত্রী আটকা পড়েছে।  

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন লোহাগাছ নামক স্থানে বিকল হয়ে পড়ে। এতে করে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন কাওরাইদ রেলওয়ে স্টেশনে এবং কমিউটার গফরগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়ে। নতুন ইঞ্জিন পাঠিয়ে আটকে পড়া টেনটি উদ্ধার করে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯