হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা, আরোহীর ওপর দিয়ে গেল বাস

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলশান শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সদরুল হক (২৮) খিলগাঁও বিদ্যুৎ অফিসের ফিল্ড অফিসারে আউটসোর্সিংয়ে কাজ করতেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদরুলের সহকর্মী মমিনুর রহমান জানান, তাঁরা দুজনই খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউটসোর্সিংয়ে কাজ করেন। দুপুরে অফিস থেকে মোটরসাইকেল যোগে যমুনা ফিউচার পার্কে ভারতীয় হাইকমিশনের অফিসে ভিসার জন্য যান তাঁরা। মোটরসাইকেল চালাচ্ছিলেন মমিনুর। সেখান থেকে খিলগাঁওয়ের অফিসে ফিরছিলেন। শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় এলে পেছন থেকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের এক বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পেছন থেকে পড়ে যান সদরুল। বাসটি তাঁর ওপর দিয়ে চলে যায়। পরে পথচারীরা বাসটিকে থামায়।

সদরুলকে দ্রুত উত্তর বাড্ডা এএম জেড হাসপাতালে নিয়ে যান মমিনুর। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সদরুলের বড় শ্যালিকার স্বামী মামুনুর রশীদ জানান, সদরুলের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। স্ত্রীকে নিয়ে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন। খিলগাঁও বিদ্যুৎ অফিসে ফিল্ড অফিসার পদে আউট সোর্সিংয়ে কাজ করতেন।

মামুনুর রশীদ আরও জানান, দুই বছর আগে বিয়ে করেন সদরুলের। ভারতে চিকিৎসার জন্য স্বামী-স্ত্রী ভিসার আবেদন করে। আজ ভিসা আনতে গিয়েছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, গুলশানের শাহজাদপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাঁকে সহকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের চালক মমিনুর রহমান (৩০) সামান্য আহত হয়েছেন। তাঁকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক