হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা, আরোহীর ওপর দিয়ে গেল বাস

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলশান শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সদরুল হক (২৮) খিলগাঁও বিদ্যুৎ অফিসের ফিল্ড অফিসারে আউটসোর্সিংয়ে কাজ করতেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদরুলের সহকর্মী মমিনুর রহমান জানান, তাঁরা দুজনই খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউটসোর্সিংয়ে কাজ করেন। দুপুরে অফিস থেকে মোটরসাইকেল যোগে যমুনা ফিউচার পার্কে ভারতীয় হাইকমিশনের অফিসে ভিসার জন্য যান তাঁরা। মোটরসাইকেল চালাচ্ছিলেন মমিনুর। সেখান থেকে খিলগাঁওয়ের অফিসে ফিরছিলেন। শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় এলে পেছন থেকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের এক বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পেছন থেকে পড়ে যান সদরুল। বাসটি তাঁর ওপর দিয়ে চলে যায়। পরে পথচারীরা বাসটিকে থামায়।

সদরুলকে দ্রুত উত্তর বাড্ডা এএম জেড হাসপাতালে নিয়ে যান মমিনুর। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সদরুলের বড় শ্যালিকার স্বামী মামুনুর রশীদ জানান, সদরুলের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। স্ত্রীকে নিয়ে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন। খিলগাঁও বিদ্যুৎ অফিসে ফিল্ড অফিসার পদে আউট সোর্সিংয়ে কাজ করতেন।

মামুনুর রশীদ আরও জানান, দুই বছর আগে বিয়ে করেন সদরুলের। ভারতে চিকিৎসার জন্য স্বামী-স্ত্রী ভিসার আবেদন করে। আজ ভিসা আনতে গিয়েছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, গুলশানের শাহজাদপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাঁকে সহকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের চালক মমিনুর রহমান (৩০) সামান্য আহত হয়েছেন। তাঁকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের