মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে গ্যালারি থেকে লোহার গ্রিল টপকে মাঠে ঢুকে অধিনায়ক সাকিব আল হাসানকে কুর্নিশ করা সেই তরুণের জামিন দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম জামিনের এ আদেশ দেন।
আরাফাত নামে ওই তরুণকে গতকাল শুক্রবার স্টেডিয়াম এলাকা থেকে আটক করে পুলিশ। আজ তাকে আদালতে হাজির করে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন খান।
আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জামিনের আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, ‘ওই তরুণ সাকিব আল হাসানের একনিষ্ঠ ভক্ত। গ্রাম থেকে এসেছেন। তাই নিরাপত্তার বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তী ফলাফল চিন্তা না করেই আবেগবশত গ্রিল টপকে মাঠে গিয়ে সাকিবের পা জড়িয়ে ধরেন। এখানে তাঁর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তাঁর কাছ থেকে কোনো কিছু উদ্ধারও করা হয়নি।’
পরে ওই তরুণকে পুলিশের সোপর্দ করা হয়। মাঠে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।