হোম > সারা দেশ > ঢাকা

মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সোম শব্দকর (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর গরুও মারা যায়। 

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোম শব্দকর ওই গ্রামের গিরীন্দ্র শব্দকরের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে কৃষক সোম শব্দকর বাড়ির পাশে ফাঁকা মাঠের ভেতর গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে তার গরুটি মারা যায়। পরে স্থানীয় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার খবর পেয়ে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন ও কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা বজ্রপাতে নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা নগদ ২০ হাজার টাকা হস্তান্তর করেছে। 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে সোম শব্দকরের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন