জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ শীর্ষক অনুষ্ঠান চলছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিভিন্ন স্থান থেকে লোকজন অনুষ্ঠানে এসেছেন।