হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণের মামলায় মুশতাককে অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে বাদীর নারাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে জোর করে বিয়ে ও ধর্ষণের অভিযোগ থেকে খন্দকার মুশতাক আহমেদ ও কলেজের সাবেক অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে নারাজি দিয়েছেন মামলার বাদী।

শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির সাবেক দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। কলেজটির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করেছেন ষাটোর্ধ্ব মুশতাক। তবে মামলার বাদী তিশার বাবা মামলায় অভিযোগ করেছেন, মুশতাক তাঁর মেয়েকে প্রলোভন দেখিয়ে জোর করে বিয়ে করেছেন।

আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮–এ নারাজির আবেদন করেছেন মামলার বাদী।

বিচারক শওকত আলী বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী ১৪ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেছেন। 

মামলার বাদী আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঠিক তদন্ত না করায় এবং সাক্ষীদের যথাযথভাবে জিজ্ঞাসা না করেই ‘অভিযোগ প্রমাণিত হয়নি’ বলে তদন্ত কর্মকর্তা যে প্রতিবেদন দাখিল করেছেন তার বিরুদ্ধে নারাজি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল আগামী ১৪ মার্চ আদেশ দেবেন বলে জানিয়েছেন। 

ওই ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী রেজাউল করিমও এই মামলায় নারাজি দাখিল করার বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত ৩০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সোহেল রানা প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়েছে, আসামি মুশতাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি ও কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগও প্রমাণিত হয়নি। 

প্রতিবেদনে এই দুই আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মামলার এজাহারে তথ্যগত ভুল রয়েছে। 

গত বছর ১ আগস্ট ওই ছাত্রীর বাবা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৮–এ অভিযোগ দেন। ট্রাইব্যুনাল গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। 

প্রলোভন ও ধর্ষণের অভিযোগে করা মামলাটিতে মুশতাককে কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী সহযোগিতা করেন বলে বাদী উল্লেখ করেন। কিন্তু মামলা হওয়ার পর জানা যায়, মুশতাক ওই ছাত্রীকে বিয়ে করেছেন। হাইকোর্টে হাজির হয়ে ওই ছাত্রী জবানবন্দি দিয়ে জানান, মুশতাককে তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ