হোম > সারা দেশ > ঢাকা

নিজেদের ঠেলাঠেলিতেই দ্বিখণ্ডিত বিএনপির পুষ্পস্তবক

সাভার (ঢাকা) প্রতিনিধি

স্মৃতিসৌধ প্রাঙ্গণের আশপাশে তেমন ভিড় না থাকলেও নিজেদের নেতা-কর্মীদের মধ্যেই ঠেলাঠেলির কারণে প্রচণ্ড চাপে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা। এ সময় পুষ্পবেদিতে হুমড়ি খেয়ে পড়েন নেতা-কর্মীরা। হট্টগোলের মাঝে পুষ্পস্তবক অর্পণ করার আগেই তা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়। 

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবকের সময় এ ঘটনা ঘটে। 

এ সময় নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় নেতারা স্মৃতিসৌধে পৌঁছার আগেই স্থানীয় নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেন। ফুল দেওয়ার উদ্দেশ্যে তাঁরা আগেই পুষ্পবেদির কাছে পৌঁছান। তখন থেকেই ভিড় বাড়তে থাকে। ফখরুল, রিজভীসহ কেন্দ্রীয় নেতারা ভিড়ের মধ্যে দিয়ে পুষ্পবেদির সামনে পৌঁছান। তাঁরা সামনের কাতারে আসতেই প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। 

দুই হাত দিয়ে পুষ্পবেদিতে ঠেলা দিয়ে নিজেকে সামলে নিতে দেখা যায় রুহুল কবির রিজভীকে। সে ধাক্কাতেই সামনে থাকা পুষ্পস্তবক দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে মির্জা ফখরুলকে দেখা যায় পুষ্পস্তবকের ভগ্নাংশ জোড়া দিয়ে বেদিতে রাখতে। তাঁর পাশে তখন নেতা-কর্মীরা একজন আরেকজনের ওপর হুড়মুড় করে পড়তে থাকেন। নেতাদের রক্ষা করতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যদের হিমশিম খেতে দেখা যায়।

ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে আসার সময় আবারও শুরু হয় ধাক্কাধাক্কি। এবার ধাক্কাধাক্কির কবলে পড়েন উপস্থিত সাংবাদিকেরা। 

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির অন্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু প্রমুখ। 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১