হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ট্রাকচাপায় কিশোর নিহত

রাজবাড়ী প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রাজবাড়ী পাসপোর্ট কার্যালয়ের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম তাফসিরুল ইসলাম (১৪)। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ফরিয়াগ্রামের সাদ্দাম হোসেনের ছেলে এবং আলাদিপুর বেদেপল্লির বাসিন্দা।

নিহত ওই কিশোরের চাচা মো. জাকিরুল ইসলাম বলেন, ‘আমরা বেদে সম্প্রদায়ের মানুষ বেশ কিছুদিন হলো রাজবাড়ীর আলাদিপুর এলাকায় এসেছি। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে সাপের খেলা দেখিয়ে টাকা উপার্জন করি। আমার ভাতিজা তাফসিরুল ঈদের জন্য একটি প্যান্ট কিনেছিল। সেটা একটু বড় হওয়ায় ইফতারের পর সাইকেল চালিয়ে আলাদিপুর বাজারে দরজির দোকানে এসেছিল ঠিক করতে। ফেরার পথে পেছন থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।’

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা