রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকার একটি নির্মাণাধীন ভবনের চারতলায় সেফটি টিন ছিঁড়ে নিচে পড়ে জুলহাস মৃধা (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ভাষানটেকের টোনারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী মনির হোসেন জানান, জুলহাস মৃধা স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।
ভাষানটেকের টোনারটেক এলাকার একটি নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলার বাইরের দিকে সেফটি টিনের ওপর দাঁড়িয়ে স্যানিটারি পাইপ লাগানোর কাজ করছিলেন জুলহাস। তখন টিন ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
মনির হোসেন আরও জানান, মৃত জুলহাসের বাড়ি ঢাকা জেলার দোহারে। টোনারটেক এলাকায় একটি মেসে থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জুলহাসকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেন তাঁর সহকর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।