হোম > সারা দেশ > ঢাকা

সাবেক বিএনপি নেতা দেলোয়ার অপহরণ মামলায় গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

বিমানবন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে বিএনপির সাবেক নেতা দেলোয়ার হোসেনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে, অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসহ ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণখানের কাওলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার বিমানবন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়াও তিনি দক্ষিণখানের কাওলা নামাপাড়া এলাকার সামাল মিয়ার ছেলে।

এ বিষয়ে উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আইনুন সাবেদ বলেন, ‘দক্ষিণখানের কাওলা থেকে চাঁদাবাজি, অপহরণ, হত্যা চেষ্টা ও রাজনৈতিক সংক্রান্ত ১৩টি মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সেনা কর্মকর্তা আইনুন সাবেদ আরও বলেন, ‘দেলোয়ারের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে প্রায়ই চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। তাঁকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দক্ষিণখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ারের বিরুদ্ধে অপহরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট