হোম > সারা দেশ > ঢাকা

সাবেক বিএনপি নেতা দেলোয়ার অপহরণ মামলায় গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

বিমানবন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে বিএনপির সাবেক নেতা দেলোয়ার হোসেনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে, অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসহ ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণখানের কাওলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার বিমানবন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়াও তিনি দক্ষিণখানের কাওলা নামাপাড়া এলাকার সামাল মিয়ার ছেলে।

এ বিষয়ে উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আইনুন সাবেদ বলেন, ‘দক্ষিণখানের কাওলা থেকে চাঁদাবাজি, অপহরণ, হত্যা চেষ্টা ও রাজনৈতিক সংক্রান্ত ১৩টি মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সেনা কর্মকর্তা আইনুন সাবেদ আরও বলেন, ‘দেলোয়ারের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে প্রায়ই চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। তাঁকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দক্ষিণখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ারের বিরুদ্ধে অপহরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু