রাজধানীর দক্ষিণখানে বিএনপির সাবেক নেতা দেলোয়ার হোসেনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে, অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসহ ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণখানের কাওলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার বিমানবন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়াও তিনি দক্ষিণখানের কাওলা নামাপাড়া এলাকার সামাল মিয়ার ছেলে।
এ বিষয়ে উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আইনুন সাবেদ বলেন, ‘দক্ষিণখানের কাওলা থেকে চাঁদাবাজি, অপহরণ, হত্যা চেষ্টা ও রাজনৈতিক সংক্রান্ত ১৩টি মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সেনা কর্মকর্তা আইনুন সাবেদ আরও বলেন, ‘দেলোয়ারের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে প্রায়ই চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। তাঁকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দক্ষিণখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ারের বিরুদ্ধে অপহরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’