হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ১৫২ বোতল দেশি মদসহ ৯ জন আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

টঙ্গী বাজারের মসলা পট্টি থেকে মদসহ গ্রেপ্তার ৯ জন। ছবি: আজকের পত্রিকা।

গাজীপুরের টঙ্গী বাজার থেকে বিপুল পরিমাণ দেশি মদসহ নয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে টঙ্গী বাজারের মসলা পট্টি থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্পের একটি দল। আজ শুক্রবার উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— যাদব বর্মণ, সবুজ মিয়া, অরন কুমার, গৌতম হালদার, শহিদুল ইসলাম, মো. সোহেল, মো. আরিফ, মো. শাহিন এবং মো. অপু।

এ সময় তাঁদের কাছ থেকে ১৫২ বোতল (৮০ লিটার) দেশি মদ ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উত্তরা আর্মি ক্যাম্প জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী মসলা পট্টিতে অভিযান চালিয়ে ১৫২ বোতল দেশি মদসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক