হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে তর্কের পর ২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে তর্কের পর জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। গতকাল শনিবার মো. ফুলু মিয়া নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কিশোরগঞ্জ মডেল থানায় এ অভিযোগ জানান। ফুলু মিয়া সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

তমিজ মিয়া, হাকিম মিয়া, জুয়েল মিয়া, করিম মিয়া, মো. হেলাল চৌধুরীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়।

আওয়ামী লীগ নেতা ফুলু মিয়া বলেন, ২০ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি উত্তর কোনাপাড়া জামে মসজিদে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করে। এ নিয়ে ২৫ আগস্ট জুমার নামাজ শেষে তাঁর সঙ্গে জামায়াত-শিবিরের লোকজনের তর্ক হয়। পরে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তারা সটকে পড়ে।

ফুলু মিয়া আরও বলেন, ‘সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করা নিয়ে তাদের সঙ্গে আমার তর্ক হয়। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আমার জীবন শেষ করে দিবে বলে হুমকি দিয়েছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে বক্তব্য জানতে মাইজখাপন ইউনিয়ন জামায়াতের সভাপতি তমিজ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব