হোম > সারা দেশ > ঢাকা

তরুণীর রহস্যজনক মৃত্যু, সাবেক ও বর্তমান প্রেমিকসহ পুলিশ হেফাজতে ৩ 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর হাজারীবাগের একটি বাসায় রোকসানা আক্তার রুহি (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রুহি বিভিন্ন ক্লাবে নাচ, গান করতেন বলে জানা গেছে। এই ঘটনায় তাঁর সাবেক ও বর্তমান প্রেমিকসহ তিনজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে হাজারীবাগ কালুনগর তাঁর এক বন্ধুর বাসা থেকে ওই তরুণীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রুহিকে হাসপাতালে নিয়ে আসা আরমান জানান, তিনি হাজারীবাগ কালুনগর পানির পাম্পের পাশে একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন। বন্ধু রিফাতের সঙ্গে ৬ মাস যাবৎ প্রেমের সম্পর্ক রয়েছে রুহির। ফোনে রিফাতকে না পেয়ে সকালে রুহি হাজারীবাগ তাঁর বাসায় আসেন। এবং রিফাতকে ফোনে কল করে ডেকে তাঁর বাসায় আনতে বলেন। রুহির কথামতো ফোন করে রিফাতকে তাঁর বাসায় ডেকে নিয়ে আসেন। রুহি, রিফাতসহ তিনজন মিলে নাশতা করতে বসেন। এ সময় হঠাৎ রুহির খিঁচুনি শুরু হয়। অবস্থা খারাপ দেখে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে হাসপাতালে রুহিকে নেওয়ার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুহির খারাপ অবস্থার খবর পেয়ে হাসপাতালে আসেন রুহির সাবেক প্রেমিক নাসির উদ্দিন শায়ন। 

রুহির বর্তমান প্রেমিক রিফাত জানান, রুহি ধানমন্ডি-১৫ নম্বরে থাকত। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চড়ুইভিটা গ্রামে। বাবার নাম রবিউল ইসলাম। ঝগড়ার কারণে কয়েক দিন ধরে রুহির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল রিফাত। সকালে আরমানের ফোন পেয়ে তাঁর বাসায় গিয়ে রুহিকে দেখতে পায়। সেখানে গিয়ে দুজনের মধ্যে কথাবার্তাও হয়। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রুহি। 

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া তিন যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানার জন্য ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক