হোম > সারা দেশ > ঢাকা

লকডাউন আরও ৭ দিন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়াতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আজ সোমবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ৫ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাঁর জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, চলমান লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি দিলে আগামী ৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন করে ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লকডাউনে কী কী বিধিনিষেধ থাকবে তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

চার দফায় ২৪ দিনের লকডাউনে করোনাভাইরাসের সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণে আনা গেল সেটি পর্যালোচনা করতে আজ আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয় বলে সভায় উপস্থিত একজন কর্মকর্তা জানান।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল এবং পরে তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে পরে মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করে সরকার।

তবে প্রথম দফায় লকডাউনের মধ্যেই চালু হয় গণপরিবহন ও অভ্যন্তরীণ ফ্লাইট। পরে পর্যায়ক্রমে খুলে দেওয়া হয় ব্যাংক, দোকানপাট-শপিংমল, সাব-রেজিস্ট্রার অফিস এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।

শেষ দফার কঠোর লকডাউনের মধ্যে দোকানপাট-শপিংমল খুলে দেওয়া হলেও গণপরিবহন বন্ধ রয়েছে। কবে থেকে গণপরিবহন চলাচল করবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী