হোম > সারা দেশ > ঢাকা

২০ ফুটের চেয়ে কম প্রশস্ত রাস্তায় অর্থ বরাদ্দ দেবে না ডিএনসিসি: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০ ফুটের কম প্রশস্ত রাস্তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো অর্থ বরাদ্দ দেবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা জলাবদ্ধতা ও যানজট সমস্যার সমাধানের বিষয়টি বিবেচনায় নিয়েই রাস্তার কার্যক্রম করছি। শহরের রাস্তাগুলো ২০ ফুট প্রশস্ততার কম হলে সেখানে সিটি করপোরেশন কোনো ধরনের অর্থায়ন করবে না, কোনো ধরনের রাস্তা নির্মাণ করবে না।’ 

আজ বুধবার (৬ জুলাই) দুপুরে নুরেরচালা এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবগঠিত ১৮টি ওয়ার্ডের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসে মেয়র এসব কথা বলেন। 

প্রতিটি ভবনে কার্যকর সেপটিক ট্যাংক না থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি ভবনেই কার্যকর সেপটিক ট্যাংক ও সোক ওয়েল স্থাপন করতে হবে। তা না হলে পয়োবর্জ্যের সংযোগ স্টর্ম সুয়ারেজে দেওয়া যাবে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় পয়োবর্জ্যের সংযোগ ড্রেনে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য এলাকায়ও ব্যবস্থা নেওয়া হবে।’ 

ড্রেনেজ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘ড্রেনেজ নেটওয়ার্ক ছাড়া শুধু রাস্তা করলে হবে না। স্থায়ী সমাধানের জন্য রাস্তা নির্মাণের আগেই ড্রেন নির্মাণ করতে হবে। নুরেরচালার সুতিভোলা খালের পাড় থেকে নুরেরচালা বাজার মসজিদ পর্যন্ত ১ হাজার ৪২২ মিটার ড্রেনেজের কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। ড্রেনের কাজ শেষ হলেই রাস্তার কাজ করা হবে।’ 

নুরেরচালার রাস্তাটি এই বছরের মধ্যেই নির্মাণ করা হবে বলে জানান তিনি। 

ডিএনসিসির আওতায় নবগঠিত ১৮টি ওয়ার্ডের রাস্তাঘাট, পানিনিষ্কাশন ও খাল খননের জন্য সরকার ৪ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এ প্রকল্পের আওতায় নুরেরচালা মসজিদ থেকে সুতিভোলা খাল পর্যন্ত পানিনিষ্কাশন নালা নির্মাণ করছে ডিএনসিসি। সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। 

এ সময় মেয়র বলেন, ‘এবার ঈদে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। ১০ হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করবে।’ ডিএনসিসির কয়েকটি অঞ্চলে সংশ্লিষ্ট কাউন্সিলরের আবেদনের পরিপ্রেক্ষিতে কোরবানির স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন