হোম > সারা দেশ > ঢাকা

বগুড়ায় পুলিশকে ফাঁকি দিয়ে জামায়াতের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পুলিশকে ফাঁকি দিয়ে মিছিল-সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। আজ রোববার সকালে শহরের বড়গোলা এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সব নেতা-কর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরে দলটি বিক্ষোভ মিছিল করে।

এর আগে গতকাল শনিবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল পুলিশ সুপারের কাছে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। আবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ২টায় বগুড়ার বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সংগঠনের একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। কিন্তু পুলিশ বিক্ষোভ মিছিলের অনুমতি দেয়নি।

বগুড়া শহর জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার সকাল ৯টায় শহরের বড়গোলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি দত্তবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শরাফত ইসলাম বলেন, ‘শুনেছি, জামায়াতের নেতা-কর্মীরা শহরের বড়গোলা এলাকায় ঝটিকা মিছিল করে চলে গেছেন।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব