হোম > সারা দেশ > ঢাকা

বগুড়ায় পুলিশকে ফাঁকি দিয়ে জামায়াতের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পুলিশকে ফাঁকি দিয়ে মিছিল-সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। আজ রোববার সকালে শহরের বড়গোলা এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সব নেতা-কর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরে দলটি বিক্ষোভ মিছিল করে।

এর আগে গতকাল শনিবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল পুলিশ সুপারের কাছে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। আবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ২টায় বগুড়ার বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সংগঠনের একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। কিন্তু পুলিশ বিক্ষোভ মিছিলের অনুমতি দেয়নি।

বগুড়া শহর জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার সকাল ৯টায় শহরের বড়গোলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি দত্তবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শরাফত ইসলাম বলেন, ‘শুনেছি, জামায়াতের নেতা-কর্মীরা শহরের বড়গোলা এলাকায় ঝটিকা মিছিল করে চলে গেছেন।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট