হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনের পঞ্চম দিনে সড়কে বেড়েছে যানবাহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের মধ্যেও প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল সোমবার (২৬ জুলাই) করোনায় সর্বোচ্চ ২৪৭ জন মৃত্যুর সংবাদ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তেও ছিল রেকর্ড। তবে এত ভয়াবহ অবস্থার পরও মানুষের মাঝে তেমন সচেতনতা নেই বললেই চলে।

লকডাউনের পঞ্চম দিন আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চলাচল দুটোই আগের তুলনায় বেড়েছে। রাজধানীর বেশ কিছু সড়কে যানবাহনের চাপে যানজটও লক্ষ করা গেছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। বেশির ভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি।

বেসরকারি ব্যাংকে চাকরি করা রিয়াজুল হক নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, 'আমি তো ব্যাংকে চাকরি করি। তাই প্রতিদিনই বাইরে বের হচ্ছি। লকডাউন দিয়েও মানুষের চলাচল থামেনি। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশায় চড়ে ঠিকই মানুষ চলাচল করছে। এতে সংক্রমণ কমবে না। লকডাউন কার্যকর করতে হলে সব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তাহলে মানুষের চলাচল বন্ধ হবে।’

জরুরি প্রয়োজন ছাড়া অনেককেই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ইসমাইল আলী নামের এক ব্যক্তি বলেন, ‘সিগারেট কিনতে এবং মোবাইলে রিচার্জ করার জন্য বাইরে বের হয়েছি।’ 

রামপুরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তা মো. আরিফ বলেন, 'সকালের দিকে ব্যাংকে যাওয়া মানুষের সংখ্যাই বেশি থাকে। বেশির ভাগ গাড়িতে জরুরি সেবার সঙ্গে জড়িত নানা ধরনের স্টিকার লাগানো থাকে। যাঁদের সন্দেহ হচ্ছে তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। যথাযথ কারণ বলতে পারলে তাঁদের আমরা যেতে দিচ্ছি। অন্যথায় মামলা দেওয়া হচ্ছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা