হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনের পঞ্চম দিনে সড়কে বেড়েছে যানবাহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের মধ্যেও প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল সোমবার (২৬ জুলাই) করোনায় সর্বোচ্চ ২৪৭ জন মৃত্যুর সংবাদ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তেও ছিল রেকর্ড। তবে এত ভয়াবহ অবস্থার পরও মানুষের মাঝে তেমন সচেতনতা নেই বললেই চলে।

লকডাউনের পঞ্চম দিন আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চলাচল দুটোই আগের তুলনায় বেড়েছে। রাজধানীর বেশ কিছু সড়কে যানবাহনের চাপে যানজটও লক্ষ করা গেছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। বেশির ভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি।

বেসরকারি ব্যাংকে চাকরি করা রিয়াজুল হক নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, 'আমি তো ব্যাংকে চাকরি করি। তাই প্রতিদিনই বাইরে বের হচ্ছি। লকডাউন দিয়েও মানুষের চলাচল থামেনি। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশায় চড়ে ঠিকই মানুষ চলাচল করছে। এতে সংক্রমণ কমবে না। লকডাউন কার্যকর করতে হলে সব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তাহলে মানুষের চলাচল বন্ধ হবে।’

জরুরি প্রয়োজন ছাড়া অনেককেই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ইসমাইল আলী নামের এক ব্যক্তি বলেন, ‘সিগারেট কিনতে এবং মোবাইলে রিচার্জ করার জন্য বাইরে বের হয়েছি।’ 

রামপুরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তা মো. আরিফ বলেন, 'সকালের দিকে ব্যাংকে যাওয়া মানুষের সংখ্যাই বেশি থাকে। বেশির ভাগ গাড়িতে জরুরি সেবার সঙ্গে জড়িত নানা ধরনের স্টিকার লাগানো থাকে। যাঁদের সন্দেহ হচ্ছে তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। যথাযথ কারণ বলতে পারলে তাঁদের আমরা যেতে দিচ্ছি। অন্যথায় মামলা দেওয়া হচ্ছে।’

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত