হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজির মামলা: ২ পুলিশ কর্মকর্তা তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। এই দুই এসআই হলেন তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। তারা শাহ আলী থানায় কর্মরত ছিলেন।

আজ বুধবার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের উপপরিদশক (এসআই) জালালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জালালউদ্দিন বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়।’

এর আগে গত সোমবার শেরেবাংলা নগর থানা পুলিশ দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এরপর তাদের আদালতে হাজির করে মামলার কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই আলতাফ জামান ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাদের বিরুদ্ধে ভুয়া সরকারি কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ও মারধরের অভিযোগ রয়েছে।

মামলার বাদী শাহাদাৎ সরকার শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেন। অভিযোগে শাহাদাৎ উল্লেখ করেন,  তার কাছ থেকে ৯ লাখ টাকা লুট করা হয়েছে। ৯ ডিসেম্বর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযুক্ত দুই এসআই নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তার গতিরোধ করেন। এরপর নগদ টাকা এবং কার্ড থেকে জোরপূর্বক টাকা লুট করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট