হোম > সারা দেশ > ঢাকা

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান মোহাম্মদ সোহায়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সোহায়েল। এর আগে তাঁকে কমডোর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, বর্তমানে এ পদে থাকা কমডোর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী নৌবাহিনীতে প্রত্যাবর্তন করবেন।

আজ মঙ্গলবার সকালে নৌসদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাঁকে রিয়ার অ্যাডমিরাল র‍্যাঙ্ক ও ব্যাজ পরিয়ে দেওয়া হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। 

রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারি ১৯৮৮ সালে কমিশন পান। দীর্ঘ চাকরি জীবনে তিনি নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি ও সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া, দেশে বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নৌবাহিনীর এনইউপি পদক লাভ করেন এম সোহায়েল। 

এম সোহায়েল ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের ফ্যাকাল্টি (ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইনস্ট্রাক্টর) হিসেবে দায়িত্ব পালন করেন। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি। 

এ ছাড়া ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এবং অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরোতে (আইএবি) কর্নেল জিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন এম সোহায়েল। বর্তমানে তিনি নৌ সদর দপ্তরে পরিচালক সাবমেরিন হিসেবে কর্মরত।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি