হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরের কাঁচিকাটায় নুরুল আমিন–বড় কান্দিতে লুৎফর রহমান জয়ী 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে নুরুল আমিন দেওয়ান ও জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদে মো. লুৎফর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

গতকাল শনিবার রাতে সংশ্লষ্ট উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এ ফল ঘোষণা করেন। 

জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭ হাজার ২৩৭ ভোটের বিপরীতে চেয়ারম্যান প্রার্থী ছিলেন চারজন। এর মধ্যে আনারস প্রতীকে নুরুল আমিন দেওয়ান পেয়েছেন ৪ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকে এইচ এম কামরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। 

এ ছাড়া মোটরসাইকেল প্রতীকে মো. ফজলুল হক পেয়েছেন ৩ হাজার ৫২৩ ভোট ও ঘোড়া প্রতীকে আব্দুল হাজী পেয়েছেন ৩৮৫ ভোট। অপরদিকে জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে ১৫ হাজার ২৯০ জন ভোটারের বিপরীতে প্রার্থী ছিলেন ৭ জন। এর মধ্যে ঘোড়া প্রতীকে লুৎফর রহমান পেয়েছেন ৫ হাজার ৩১৬ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট। এ ছাড়া মতিউর রহমান অটোরিকশা প্রতীকে ১১ ভোট, মুফরাত সিদ্দিকী টেবিল ফ্যান প্রতীকে ৪ ভোট, হাচিনা বেগম আনারস প্রতীকে ১৭ ভোট, আলী আশরাফ মাল মোটরসাইকেল প্রতীকে ৫৯ ভোট ও কামরুল হাসান টেলিফোন প্রতীকে পেয়েছেন ৬ ভোট।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে