হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরের কাঁচিকাটায় নুরুল আমিন–বড় কান্দিতে লুৎফর রহমান জয়ী 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে নুরুল আমিন দেওয়ান ও জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদে মো. লুৎফর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

গতকাল শনিবার রাতে সংশ্লষ্ট উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এ ফল ঘোষণা করেন। 

জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭ হাজার ২৩৭ ভোটের বিপরীতে চেয়ারম্যান প্রার্থী ছিলেন চারজন। এর মধ্যে আনারস প্রতীকে নুরুল আমিন দেওয়ান পেয়েছেন ৪ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকে এইচ এম কামরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। 

এ ছাড়া মোটরসাইকেল প্রতীকে মো. ফজলুল হক পেয়েছেন ৩ হাজার ৫২৩ ভোট ও ঘোড়া প্রতীকে আব্দুল হাজী পেয়েছেন ৩৮৫ ভোট। অপরদিকে জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে ১৫ হাজার ২৯০ জন ভোটারের বিপরীতে প্রার্থী ছিলেন ৭ জন। এর মধ্যে ঘোড়া প্রতীকে লুৎফর রহমান পেয়েছেন ৫ হাজার ৩১৬ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট। এ ছাড়া মতিউর রহমান অটোরিকশা প্রতীকে ১১ ভোট, মুফরাত সিদ্দিকী টেবিল ফ্যান প্রতীকে ৪ ভোট, হাচিনা বেগম আনারস প্রতীকে ১৭ ভোট, আলী আশরাফ মাল মোটরসাইকেল প্রতীকে ৫৯ ভোট ও কামরুল হাসান টেলিফোন প্রতীকে পেয়েছেন ৬ ভোট।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট