হোম > সারা দেশ > ঢাকা

অতিরিক্ত ভাড়া আদায়, ৫ বাস কোম্পানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়, ভাড়ার তালিকা কাউন্টারের সামনে না ঝোলানোয় ৫ পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার গাবতলী বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের এক অভিযানে এসব জরিমানা করা হয়। 

অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখানে এসেছি। এখানে এটা মূলত বিআরটিএর কাজ, আমরা এডিশনাল হিসেবে এসেছি, যাতে যাত্রীদের কোনো হয়রানি পোহাতে না হয়। যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে আমরা বিভিন্ন কাউন্টারে গিয়েছি। আজ গাবতলীর সেলফি পরিবহনকে ১ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৫০০ টাকা, সাথি এন্টারপ্রাইজকে ১ হাজার, অরিন ট্রাভেলসকে ১ হাজার টাকা ও শ্যামনগর পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করেছি।’ 

সেলফি পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি পরিবহনে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তা আমার অগোচরে হয়েছে। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সেখানে অভিযান চালালে বিষয়টির সত্যতা মেলে। আমি প্রতিটি গাড়ির স্টাফকে নির্দেশ দিয়েছি তাঁরা যেন সরকারনির্ধারিত ভাড়ার থেকে এক টাকাও বেশি আদায় না করেন। আশা করি এখন থেকে সব ঠিকঠাক চলবে।’ 

এদিকে সকাল থেকে গাবতলী বাসস্ট্যান্ডের কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে হাতে গোনা দু-একটি বাদে কোনোটিতেই সরকারনির্ধারিত ভাড়ার তালিকা ঝোলানো নেই। কাউন্টার থেকে টিকিট করতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকার মতো। উত্তরবঙ্গগামী পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অঙ্কটা আরও বেশি। ক্ষেত্রবিশেষে নির্ধারিত ভাড়ার থেকে প্রায় ৪০০ টাকা অতিরিক্ত আদায় করারও অভিযোগ করেছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব