হোম > সারা দেশ > গাজীপুর

সাফারি পার্কে অসুস্থ ২ জেব্রার আরও একটির মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রা মারা গেছে। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে পার্কে চিকিৎসাধীন অবস্থায় মাদি জেব্রাটির মৃত্যু হয়। এ ছাড়া অসুস্থ রয়েছে আরও একটি জেব্রা। অসুস্থ জেব্রাটির চিকিৎসা চলছে।

জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন, নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে একটি বিশেষজ্ঞ দল।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, শনিবার সকালে জেব্রা পালের দুটি মাদি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। অপর অসুস্থ জেব্রাটির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ দল পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছেন। এরই মধ্যে মৃত জেব্রার ময়নাতদন্ত শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে জেব্রাটিকে মাটিচাপা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রা মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল। এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোট ১০টি জেব্রার মৃত্যু হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ