রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সামনে ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রংমিস্ত্রির কাজ করতেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
ঘটনার পর তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। নিহতের বাড়ি কিশোরগঞ্জ হলেও বর্তমানে তিনি ফার্মগেট তেজকুনি পাড়া এলাকায় থাকতেন। তাঁর বাবার নাম আসাদ চৌধুরী।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে বসে বাঁধন সহ কয়েকজন গল্প করছিল। হয়তো কারও সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে তাঁকে কেউ ছুরিকাঘাত করেছে। পুলিশ খবর পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, আমরা ঘটনার বিস্তারিত জানার জন্য চেষ্টা করছি। এ ছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।