হোম > সারা দেশ > ঢাকা

অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার সকাল থেকে বিক্ষোভ করছে সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষুব্ধ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার সকাল থেকে তাঁরা বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছেন। ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখে রাজধানী সাইন্সল্যাব মোড়। এতে মিরপুর সড়কে যানজট দেখা দেয়।‎

‎আজ বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল বের করে মিরপুর সড়কে ১১টা ৩৩ থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ করেন শিক্ষার্থীরা। পরে ‘স্বল্পমাত্রার অবরোধ’ চালিয়ে যায় শিক্ষার্থীরা। একই কর্মসূচি থেকে আজ নীলক্ষেত মোড়ও স্বল্প সময়ের জন্য অবরোধ করার কথা রয়েছে। ‎

ঢাকা কলেজের মূল ফটকে সকাল ১০টার পর থেকেই জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। আয়োজকদের ভাষ্য, শুরুতে উপস্থিতি ছিল ১৮০ থেকে ২০০ শিক্ষার্থী। পরে তাদের নিয়ে ১১টার দিকে মিছিল শুরু হয় কলেজ প্রাঙ্গণ থেকে। অবস্থান চলাকালে শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে স্লোগানে দিতে থাকে। ‎

‎শিক্ষার্থীরা বলছে, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তাঁরা পড়াশোনা করছেন। ‘অধিভুক্তি’ শব্দটি তাঁদের আত্মপরিচয়ে আঘাত করেছে। তাই সরকারের ঘোষণামাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ‎

‎প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নতুন নাম দেয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাতটি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক