হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যার সিসিটিভি ফুটেজ চেয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধের পৌনে এক ঘণ্টা পর সড়ক ছেড়ে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আজ মঙ্গলবার বেলা ৩টার পর শাহবাগ মোড় ছাত্রদলের নেতা-কর্মীরা অবরোধ করেন। বৃষ্টি উপেক্ষা করেও চলা এই অবরোধ বিকেল সোয়া ৫টার দিকে শেষ হয়। এতে আবার যান চলাচল শুরু হয়েছে শাহবাগ মোড়ে।

অবরোধের সময়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’সহ বিভিন্ন স্লোগান দেন।

শাহবাগ ছাড়ার আগে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘শাহরিয়ার হত্যার এত দিন পরও কেন ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যায়নি, এর জবাব দিতে হবে। বাংলাদেশে ছাত্রদলের আর কোনো নেতা-কর্মীর ওপর যদি আঘাত করা হয়, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

গত রোববার বিকেলেও পৌনে দুই ঘণ্টা শাহরিয়ার হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। সেই কর্মসূচিতেও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছিলেন ছাত্রদলের শীর্ষ নেতারা। শাহরিয়ারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরা করার হুমকিও দিয়েছিলেন তাঁরা।

১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন