হোম > সারা দেশ > ঢাকা

লৌহজংয়ে শিশু হিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিশু হুমায়রা হিমু (১০) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার কনকসারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে হিমু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, কনকসার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিদ্যুৎ আলম মোড়লসহ স্থানীয় সকল শ্রেণিপেশার মানুষ। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কনকসার ইউনিয়নের কাহেতারা এলাকার বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হিমু স্থানীয় হানিফ ব্যাপারীর মেয়ে। 

এর আগে গত বুধবার দুপুর ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে হিমু নিখোঁজ ছিল বলে জানিয়েছে হিমুর পরিবার। পরে অনেক খোঁজ করে না পাওয়ায় রাতে লৌহজং থানায় একটি সাধারণ ডায়রি করে নিহতের পিতা হানিফ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবার পাশে একটি অর্ধ ভাসমান বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হলে বস্তাটি খুলে ওই শিশুটির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশে খবর দিলে লৌহজং থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট