হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই নারীর নাম ইতি বেগম (২১)। তিনি গাইবান্ধার সাঘাটা থানার আটঘরিয়া গ্রামের আবদুল ওয়ারেছের মেয়ে। তিনি টঙ্গীর পাগাড় এলাকার জনৈক মোজাফররের ভাড়া বাড়িতে একাই বাস করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইতি টঙ্গীর বিনিময় লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন। রোববার বিকেলে কারখানায় কাজ শেষে বাসায় ফিরে আসেন ইতি। রাতে ভাই আবদুর রাজ্জাকের কাছে মোবাইল ফোনে টাকা ধার চান। পরে মধ্যরাতে পাশের ভাড়াটিয়ারা ইতির কক্ষে গেলে তাঁকে নিথর অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তখন তাঁরা তার ভাই রাজ্জাককে খবর পাঠায়।

খবর পেয়ে রাজ্জাক ইতিকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বিষপানে ইতির মৃত্যুর বিষটি জানালে টঙ্গী পূর্ব থানা-পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নেয়।

নিহতের ভাই আবদুর রাজ্জাক বলেন, ‘গতকাল রোববার রাতে আমার কাছে ফোন করে কয়েক হাজার টাকা চায় ইতি। রাত ১২টার দিকে আশপাশের লোকজন ইতির নিধর দেহ ঘরে পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। আমি ওই বাসায় গিয়ে বোনকে হাসপাতালে নেই।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বিষপান করে ইতি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার দুপুরে লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯