হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানায়।

সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সাবের হোসেন চৌধুরী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী ছিলেন। ২০০৮ সালে তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত হন। গত মেয়াদে তিনি এমপি নির্বাচিত হন। এর আগে ১৯৯৬ সালে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। ১৯৯৯ সালে তিনি নৌ উপমন্ত্রী হন। পরে তাকে স্থানীয় সরকার উপমন্ত্রী করা হয়। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্যপদ/টেস্ট মর্যাদা অর্জন করে। ২০১৪-২০১৭ সালে তিনি জেনেভা ভিত্তিক ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবের হোসেন চৌধুরী ২০০১-২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। অষ্টম সংসদে তিনি তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন। কিন্তু ২০০৭ সালে সেনা সমর্থিত এক/এগারো সরকার দায়িত্ব নেওয়ার পরে তিনি আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত পেয়েছিলেন।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক