হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানায়।

সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সাবের হোসেন চৌধুরী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী ছিলেন। ২০০৮ সালে তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত হন। গত মেয়াদে তিনি এমপি নির্বাচিত হন। এর আগে ১৯৯৬ সালে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। ১৯৯৯ সালে তিনি নৌ উপমন্ত্রী হন। পরে তাকে স্থানীয় সরকার উপমন্ত্রী করা হয়। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্যপদ/টেস্ট মর্যাদা অর্জন করে। ২০১৪-২০১৭ সালে তিনি জেনেভা ভিত্তিক ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবের হোসেন চৌধুরী ২০০১-২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। অষ্টম সংসদে তিনি তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন। কিন্তু ২০০৭ সালে সেনা সমর্থিত এক/এগারো সরকার দায়িত্ব নেওয়ার পরে তিনি আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত পেয়েছিলেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট