হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমায় যাওয়ার পথে আব্দুল্লাহপুরে বাসচাপায় এক মুসল্লির মৃত্যু 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর আব্দুল্লাহপুরে বাসচাপায় ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা আবুল কাশেম (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আব্দুল্লাহপুর হোয়াইট প্যালেস হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

মৃত আবুল কাশেমের সঙ্গে থাকা প্রতিবেশী মো. রিপন জানান, তাঁদের সবার বাড়ির লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষী গ্রামে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে তাঁরা এলাকা থেকে একটি বাসে করে প্রায় ৫০-৬০ জন আজ ভোরে ঢাকায় আসেন। আব্দুল্লাহপুরে বাস থেকে সবাই নামছিলেন। তখন অন্য একটি বাস সেখানে ঘোরানোর সময় তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ওই গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আবুল কাশেম। এ ছাড়া মিলন মাঝি (৬০) বাদশা মিয়া (৩৫) ও রাজু আহমেদ (৪০) নামে আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টার দিকে আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেম গ্রামে চাষাবাদ করতেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর হোয়াইট প্যালেস হোটেলের সামনে একটি বাস ইজতেমায় আগত মুসল্লিদের ওপর উঠিয়ে দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আবুল কাশেমের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক