হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় বাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রামপুরা হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান বলেন, হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তাঁর মাথা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওই বাসের কোনো লুকিং গ্লাস ছিল না। মোটরসাইকেলচালক বারবার হর্ন দেওয়া সত্ত্বেও বাসের চালক শোনেননি। তাঁকে অনেক আগে থেকেই ফুটপাতের দিকে চাপ দেওয়া হয়। পরে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হন।

নিহত আলী হোসেনের ভাই মো. আলম তালুকদার বলেন, তাঁদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তাঁর ভাই বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকতেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হিসাবরক্ষকের কাজ করতেন। আগে ডেইলি বাংলাদেশ পত্রিকায় কাজ করতেন। সাত-আট মাস আগে বিয়ের কাবিন হয় তাঁর। ছয় ভাই এক বোনের মধ্যে আলী হোসেন সবার ছোট।

রামপুরা থানার উপপরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, বিকেলে হাজীপাড়া এলাকায় রমজান পরিবহনের চাপায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ