হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ঢাকা-ভৈরব রেললাইনে এগারসিন্দুর গোধূলি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে বড়বাড়ি এলাকায় আসছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। এ সময় তাঁর পরনে ছিল সাদা রঙের টি–শার্ট ও জিনস প্যান্ট। 

খবর পেয়ে বিকেলেই নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেন। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই ও রেলওয়ে পুলিশ। 

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তি এগারসিন্দুর ট্রেনের যাত্রী ছিলেন। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তাঁরা। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য